11 June 2011

হে রাসূল, বুঝিনা আমি

গানটা শুনতে খুবই ভালোলাগে। প্রিয় নবীজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণে রচিত এই গান। শুনতে শুনতে আসলেই অনুভব করি, এই নামে কী যাদু যে আছে!! রাসূলকে ভালোবেসে যত শব্দই বলি, আমার মনে হয় যেন কোন ক্লান্তি আসেনা! শুধু একটা চাওয়া বুকের ভেতরে -- রোজ হাশরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন আমাকে দেখে একটা হাসি দেন! যেন তিনি তার দলে আমাকে নিয়ে নেন! আমি তো ওটাই চাই আমার নেতার কাছ থেকে। আমার ভালোবাসার নেতার কাছে যেতে তার দেয়া পথেই চলার নিয়্যত করেছি।  জানি এই পৃথিবীর সবই নশ্বর। হুট করে একদিন যাবার টিকিট কাটা হয়ে যাবে। আর সেখানে গিয়ে আমি আমার নবীজীর সাথে থাকতে চাই। আল্লাহ যেন আমাকে ফিরিয়ে না দেন।

আল্লাহ এই সুন্দর শব্দগুলো যারা রচেছেন, যারা গেয়েছেন, তাদের সবাইকেই উত্তম প্রতিদান দিন। আমিন।
........


হে রাসূল, বুঝিনা আমি
রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি
জানিনা গোপনে কেমন করে,
হৃদয়ে গড়েছ প্রেমের বলয়

তোমারই নামে আনন্দে দুলি
তোমারই নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখে এই নামেতে

খোদার পরশে, এ নাম আরশে
নাম মুহাম্মাদ , শুধু মধুময়

স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রদীপ
কুল আলমের, শ্রেষ্ঠ নিয়ামত
তুমি যে প্রাণের অধিক

তুমি প্রিয়তম আমেনা নন্দন
কুল মুসলিমের হৃদয়স্পন্দন
তুমি বিনে সবই অন্ধকার

থাকিতে দেহে প্রাণ, তোমারই সম্মান
দেবনা দেবনা, লুটাতে ধুলোয়