28 November 2013

ইয়ো পোলাপাইনের ফাস্টফুড

ফাস্টফুডের দোকানে হরেক রকমের খাবারের নাম দেখা যায়। উঠতি একদল আধুনিক হইতে চাওয়া ছেলেমেয়েরা *জাতে উঠতে* সেসব খাবারের আলাপ দিয়ে গল্প করে।

ধরেন এক ছ্যামড়া বা ছেমড়ি ভাত-ডাল দিয়ে দুপুরে খাইসে, সে হয়ত আলাপ করবে,

I had my lunch, plain steamed rice with lentil soup. শুইনা মনে হয় যেন ডাইনোসরের মাথা খাইসে। মোটা সাইজের আলুভাজির নাম 'ফ্রেঞ্চ ফ্রাই' মনে হয় যেন কি একখান জিনিস। আজব পাবলিকের আজব দুনিয়ার আজব ভাব।

যারা হুদাই স্মার্ট হইতে খাবার দাবারের আলাপ, ফাস্ট ফুডের দোকানের আলাপ আর বুটিক শপ বিলাইয়ের চোখ, ডঙ্গিশটি ইত্যাদি নাম দিয়ে ভাব নেয় -- এরকম কথা কাজে গিয়া আমাদের একমাত্র জীবনটাকে নষ্ট করতে চাই না।

আমরা ভুয়া ভাব নিয়ে বড় হতে চাইনা। আমরা মানুষের সাথে অন্তর দিয়া মিশতে ভাই, মুখ ভরা হাসিটা যেন হয় অকৃত্রিম, আসল সেটাই চাই। বন্ধুর সাথে ভাব নিয়ে, তার সাথে বড় হইতে চাইলে বন্ধুত্ব টিকে না। বন্ধুত্ব হয় বিশ্বাসে, পারস্পরিক সম্মান আর সহমর্মীতায়।

-- সাফওয়ান

10 November 2013

বাংলাদেশী মেয়েদের হট ছবি

শিরোনাম দেখে চমকে ওঠার কিছু নেই। আজকে আমার ব্যক্তিগত ব্লগের ট্রাফিক সোর্সে দেখলাম "বাংলাদেশী মেয়েদের হট ছবি" লিখে সার্চ দিয়ে কেউ এসেছেন। এসব লিখে সার্চ দেয়া হয়, সেই বিষয়টা জানতাম, প্রায় সবাই জানে তা। কিন্তু আমার ব্লগে এই সার্চ দেখে মেজাজ খারাপ হইসে। মানুষ বাংলাদেশী মেয়েদের হট ছবি দেখতে সার্চ করে ছবি দেখে মনের খায়েশ মিটাচ্ছেন। তাদের জন্যই আমার এই লেখা।

আমার ধারণা আমার এই লেখা যাদের চোখে এখন পড়বে বা হয়ত অনেক বছর পরে পড়বে তাদের কেউ না কেউ হলেও এইরকম কথা লিখে সার্চ দিয়েছেন। তাদের জন্য কিছু টিপ্স আমি আগেই লিখেছিলাম এই লেখাতে -- আপনি কি পর্নোগ্রাফির নেশায় আক্রান্ত??