ছোটকালে অনেক গান শুনেছিলাম। কিছু টুকরো স্মৃতি অনেক দারুণ। তার মধ্যে এমন অসাধারণ একটা গানও আছে। গানটার কথা ভেবে চোখ ভিজে এলো। মন খারাপ হলে আমি এই গানটা মনে করি।
যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে,
বিপদ-আপদ মুসিবতে মরি পুড়ে-পুড়ে
তখন তোমার, শৈশব-কৈশোর জুড়ায় যন্ত্রণা।
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে,
ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে,
তখন তোমার, বদর-ওহুদ যুগায় সান্তনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম
দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম।
তাইতো শুধু, মনে পড়ে সোনার মদিনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
নেতার মতন নেতা যখন পাইনা কোথাও খুঁজে
কাঁদি শুধু কাঁদি হায়রে এ দু'টি চোখ বুঁজে
তখন তোমার, স্মরণ আমায় দেয় যে সান্তনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো-আশা
রাসূল আমার প্রেম-বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
আল্লাহ গীতিকার আর সুরকারদের উত্তম প্রতিদান দান করুন।
এই ভিডিও লিঙ্কটা পেলাম ইউটিউবে, দেখতে পারেনঃ http://www.youtube.com/watch?v=-v7kPBUt8p4
No comments:
Post a Comment