ফাস্টফুডের দোকানে হরেক রকমের খাবারের নাম দেখা যায়। উঠতি একদল আধুনিক হইতে চাওয়া ছেলেমেয়েরা *জাতে উঠতে* সেসব খাবারের আলাপ দিয়ে গল্প করে।
ধরেন এক ছ্যামড়া বা ছেমড়ি ভাত-ডাল দিয়ে দুপুরে খাইসে, সে হয়ত আলাপ করবে,
I had my lunch, plain steamed rice with lentil soup. শুইনা মনে হয় যেন ডাইনোসরের মাথা খাইসে। মোটা সাইজের আলুভাজির নাম 'ফ্রেঞ্চ ফ্রাই' মনে হয় যেন কি একখান জিনিস। আজব পাবলিকের আজব দুনিয়ার আজব ভাব।
যারা হুদাই স্মার্ট হইতে খাবার দাবারের আলাপ, ফাস্ট ফুডের দোকানের আলাপ আর বুটিক শপ বিলাইয়ের চোখ, ডঙ্গিশটি ইত্যাদি নাম দিয়ে ভাব নেয় -- এরকম কথা কাজে গিয়া আমাদের একমাত্র জীবনটাকে নষ্ট করতে চাই না।
আমরা ভুয়া ভাব নিয়ে বড় হতে চাইনা। আমরা মানুষের সাথে অন্তর দিয়া মিশতে ভাই, মুখ ভরা হাসিটা যেন হয় অকৃত্রিম, আসল সেটাই চাই। বন্ধুর সাথে ভাব নিয়ে, তার সাথে বড় হইতে চাইলে বন্ধুত্ব টিকে না। বন্ধুত্ব হয় বিশ্বাসে, পারস্পরিক সম্মান আর সহমর্মীতায়।
-- সাফওয়ান
ধরেন এক ছ্যামড়া বা ছেমড়ি ভাত-ডাল দিয়ে দুপুরে খাইসে, সে হয়ত আলাপ করবে,
I had my lunch, plain steamed rice with lentil soup. শুইনা মনে হয় যেন ডাইনোসরের মাথা খাইসে। মোটা সাইজের আলুভাজির নাম 'ফ্রেঞ্চ ফ্রাই' মনে হয় যেন কি একখান জিনিস। আজব পাবলিকের আজব দুনিয়ার আজব ভাব।
যারা হুদাই স্মার্ট হইতে খাবার দাবারের আলাপ, ফাস্ট ফুডের দোকানের আলাপ আর বুটিক শপ বিলাইয়ের চোখ, ডঙ্গিশটি ইত্যাদি নাম দিয়ে ভাব নেয় -- এরকম কথা কাজে গিয়া আমাদের একমাত্র জীবনটাকে নষ্ট করতে চাই না।
আমরা ভুয়া ভাব নিয়ে বড় হতে চাইনা। আমরা মানুষের সাথে অন্তর দিয়া মিশতে ভাই, মুখ ভরা হাসিটা যেন হয় অকৃত্রিম, আসল সেটাই চাই। বন্ধুর সাথে ভাব নিয়ে, তার সাথে বড় হইতে চাইলে বন্ধুত্ব টিকে না। বন্ধুত্ব হয় বিশ্বাসে, পারস্পরিক সম্মান আর সহমর্মীতায়।
-- সাফওয়ান
No comments:
Post a Comment